সীমান্ত বিরোধ: মহারাষ্ট্রের দুই মন্ত্রী বেলাগাভিতে যাবেন ৩ ডিসেম্বর

মুম্বই, ২৮ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে দুই প্রতিমন্ত্রী চন্দ্রকান্ত পাতিল এবং শম্ভুরাজ দেশাই ৩ ডিসেম্বর কর্ণাটকের বেলাগাভিতে যাবেন। সোমবার মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধের জন্য গঠিত মন্ত্রিসভার উপ-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকের পরে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সাংবাদিকদের বলেন, উভয় রাজ্যেরই এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত এবং সুপ্রিম কোর্টের উপরও বিশ্বাস রাখা উচিত। এই বিষয়ে অনিচ্ছাকৃত বাগাড়ম্বর উভয় রাজ্যেরই ক্ষতির কারণ হচ্ছে।

চন্দ্রকান্ত পাতিল জানিয়েছেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুই রাজ্যের মন্ত্রী কর্ণাটকের মারাঠি অধ্যুষিত বেলাগাভি এলাকায় যাবেন এবং সেখানে বসবাসকারী মানুষের সঙ্গে আলোচনা করবেন। তাদের সমস্যা জানার চেষ্টা করা হবে। সঙ্গে থাকবেন মন্ত্রী শম্ভু রাজে দেশাইও।গত সপ্তাহে, এই বিষয়ে দুই রাজ্যের বাকবিতণ্ডা বেড়েছে, যার ফলে সীমান্ত এলাকায় বাস ভাঙচুর এবং উত্তেজনা বেড়েছে। এর পরে, কর্ণাটকের স্বরাষ্ট্র সচিব মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করেন এবং মহারাষ্ট্রে বসবাসরত কন্নড় ভাষাভাষীদের যথাযথ নিরাপত্তা দেওয়ার দাবি জানান।