নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রেডিও অনুষ্ঠান “মন কি বাত”-এর ৯৫তম পর্বে ভাষণ দেবেন। এদিন সকাল সকাল ১১ টায় এই অনুষ্ঠানের সম্প্রচার অল ইন্ডিয়া রেডিও, ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজে প্রচারিত হবে।
গত ৩০ অক্টোবর মন কি বাতের ৯৪তম সংস্করণে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী।
একটি পরিবেশ-বান্ধব জীবনধারা এবং প্রকৃতি সংরক্ষণের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ভারতীয় সমাজের অন্তর্নিহিত। প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশের প্রতি সংবেদনশীলতা আমাদের সমাজের প্রতিটি কণার মধ্যে গেঁথে আছে এবং আমরা তা আমাদের চারপাশে অনুভব করতে পারি। পরিবেশ রক্ষায় সারাজীবন কাটিয়ে দেওয়া মানুষের অভাব নেই দেশে।”