ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। দীপজয়, আনন্দ, সপ্তজিৎ, দুর্লভ – এই চার ক্রিকেটারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সৌজন্যে দুর্দান্ত লীড পেয়েছে ত্রিপুরা। এখন এই লীডকে ধরে রেখে হয় সরাসরি জয়, নয়তো ম্যাচকছ ড্র-এর দিকে ধাবিত করে ৩ পয়েন্ট অর্জন – এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা এবার খেলছে। প্রতিপক্ষ গুজরাট। নরসিংগড়ের পিটিএজি গ্রাউন্ডে কোচবিহার ট্রফি ক্রিকেটের ৪ দিনের ম্যাচের অর্ধেক সময় সম্পন্ন। ত্রিপুরা ছয় রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরূ চার উইকেট। মাঠের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ইনিংসে গুজরাটের জ্বলে উঠাকে দমাতে পারলে কেল্লা ফতে ত্রিপুরার। দু’দিনে দু’দলের ব্যাটিং স্টাইল দেখে আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনের খেলাটাই এখন ভাইটাল বলে অনেকের ধারণা। ৪৩ রানের পাশাপাশি সাত উইকেট হাতে নিয়ে ত্রিপুরা আজ খেলা শুরু করে দিনভর ব্যাট চালিয়ে ৯০ ওভারে আরও তিন উইকেট হারিয়ে ১৬৪ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সপ্তজিৎ দাস ২১৯ বল খেলে ৭১ রানে অপরাজিত রয়েছে। দ্বীপজয় দেব ১৭১ বল খেলে ছয়টি বাউন্ডারি সহযোগে ৩৯ রান পায়। দুর্লভ রায় সংগ্রহ করেছে ৩৩ রান ১৫১ বল খেলে। অধিনায়ক আনন্দ ভৌমিক ৩১ রান সংগ্রহ করেছে ৭১ বল খেলে। গুজরাটের প্রাংশু বাধেকা দুটি উইকেট পেয়েছে ৩২ রানের বিনিময়ে। উল্লেখ্য, শনিবার ম্যাচের প্রথম দিনে গুজরাট তাদের প্রথম ইনিংসে ২০১ রান সংগ্রহ করেছিল।
সংক্ষিপ্ত স্কোর: গুজরাট প্রথম ইনিংস ২০১ রান, ত্রিপুরা প্রথম ইনিংস ২০৭/৬ (১১৮ ওভার)।

