নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ ঘর ঘর বিজেপি মন্ডল ভিত্তিক কর্মসূচি পালিত হলো বক্সনাগরে৷ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ২৭নভেম্বর রবিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবনের পর বক্সনগর ডাকবাংলো মাঠ প্রাঙ্গনে একটি সুসজ্জিত রেলি সংগঠিত করা হয়৷৷ রেলিটি বক্সনগর চৌমুহনি থেকে শুরু করে বক্সনগর বাজার হয়ে বিভিন্ন অলিগুলি পরিক্রমা করে পুনরায় বক্সনগর ডাক বাংলো মাঠে এসে শেষ হয়৷সেখানে দীর্ঘ আলোচনার পর ঘর ঘর বিজেপি মন্ডল ভিত্তিক ১৬নং বুথে ১০টি বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন৷এই মন কি বাত,রেলি ও ঘর ঘর বিজেপি মন্ডল ভিত্তিক অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা,সিপাহীজলা জেলার জেলা বিজেপি প্রভারী জসিম উদ্দিন,জেলা সহ-সভাপতি তাফাজ্জল হোসেন, মোর্চার ও মন্ডলের কার্যকর্তাগন৷
2022-11-27