বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেসে আগুন

চিত্তুর, ২৭ নভেম্বর (হি. স.) : রবিবার সকালে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে আগুন। ট্রেনটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে হাওড়ার দিকে আসছিল, সেই সময় অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে ট্রেনেটিতে আগুন লাগে। আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমকলের কর্মীরা। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বেঙ্গালুরু থেকে হাওড়াগামী ওই ট্রেনটির একটি কামরায় আগুন লেগেছিল। চিত্তুর স্টেশনে কাছে ট্রেনটি আসতেই ট্রেনের একটি কামরা আগুন দেখতে পাওয়া যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা। সেই সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। তবে আগুন লাগার বিষয়টি নজরে আসার পরই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। ট্রেনের ওই কামরা থেকে সবাইকে নামিয়ে আনা হয়। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা করছেন অনেকে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই রেলের পদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছে গিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।