ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। মনমোহন স্মৃতি ভলিবল টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজিত ক্রশকান্ট্রি প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণ মূলতঃ ক্রীড়ায় ব্যাপক প্রসারের প্রতিফলনের সংকেত দিচ্ছে। পঞ্চম বর্ষ মনমোহন স্মৃতি আমন্ত্রণ মূলক আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতাকে সামনে রেখে মহাত্মা গান্ধী প্লে সেন্টারের ব্যবস্থাপনায় আজ এক ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহাত্মা গান্ধী স্কুলের সামনে থেকে পুরুষদের পাঁচ কিমি এবং মহিলাদের তিন কিমি দূরত্বের ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতায় ১১৭ জন অ্যাথলেটের অংশগ্রহণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার বাতাবরণ তৈরি করেছে। মহিলা বিভাগে তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মীরাণী ত্রিপুরা ১২ মিনিট ৪৪.৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া সিপিসি-র স্নিগ্ধা চৌধুরী দ্বিতীয় এবং রানির বাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ তৃতীয় স্থান পেয়েছে। উল্লেখ্য, আম্বেদকর কোচিং সেন্টারের অন্তরা ঘোষ চতুর্থ, স্পোর্টস স্কুলের ইয়াসমিন আক্তার পঞ্চম, ফটিকরায়ের অনুশ্রী মালাকার ষষ্ঠ, স্পোর্টস স্কুলের সৃজিতা দাস সপ্তম, ফটিকরায়ের অর্পিতা সরকার অষ্টম, রানির বাজার প্লে সেন্টারের কাজল বেগম নবম, গোমতী প্লে সেন্টারের অঙ্কিতা দেবনাথ দশম স্থান পেয়েছে। পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার দূরত্বের ক্রশকান্ট্রিতে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন ১২ মিনিট ২৭.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান পেয়েছে। এছাড়া সাই স্যাগের সৌরভ হোসেন দ্বিতীয় ও রানির বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন তৃতীয় স্থান পেয়েছে। রানির বাজার প্লে সেন্টারে তনয় ভৌমিক চতুর্থ, নবগ্রামের সাগর দেব পঞ্চম, রানির বাজার প্লে সেন্টারের সায়ন সাহা ষষ্ঠ, স্পোর্টস স্কুলের আকাশ নাথ সপ্তম, এডি নগর প্লে সেন্টারের নিশান্ত মজুমদার অষ্টম, আম্বেদকর কোচিং সেন্টারের আকাশ দেবনাথ নবম ও এ.ডি. নগর প্লে সেন্টারের সাইদুল ইসলাম দশম স্থানের পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, জিমন্যাস্টিকস সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা ও অঞ্জনা দাস প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে কৃতি অ্যাথলেট রিয়া দেবনাথ এবং আরও সাতজন ক্রীড়াবিদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে ভবতোষ দাস এবং সচিব দীপক সরকার প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2022-11-27