শ্রদ্ধা হত্যা মামলা: অভিযুক্ত আফতাবের নার্কো টেস্ট হবে ২৮ নভেম্বর

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার একটি নারকো পরীক্ষা আগামী সোমবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে শনিবার সূত্র জানিয়েছে। দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, নির্যাতিতার দেহের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পুলিশ পায়নি।

দিল্লি পুলিশের আইন ও শৃঙ্খলা বিভাগের বিশেষ কমিশনার সাগর প্রীত হুডা এদিন জানিয়েছেন, “ডিএনএ পরীক্ষার রিপোর্ট (ভুক্তভোগীর শরীরের অঙ্গ) পুলিশ পায়নি।”
এর আগে শুক্রবার দিল্লি পুলিশ নিশ্চিত করে যে আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করান যায়নি।

দিল্লি পুলিশের বিশেষ সিপি (আইন ও শৃঙ্খলা) সাগর প্রীত হুডা বলেন, “মেহরাউলি থানার মামলায় অভিযুক্ত আফতাব আমিনের পলিগ্রাফ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি”।
প্রসঙ্গত, দিল্লি পুলিশ, শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার তদন্ত করছে। লিভ-ইন পার্টনার আফতাব শ্বাসরোধ করে হত্যা করে পরে ছতারপুর এলাকায় ডাম্প করার আগে তার দেহকে ৩৫টুকরো করে কেটেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডাম্প করা শরীরের অংশ এবং রক্তের নমুনা পরীক্ষা করতে দিল্লি পুলিশ ১৬ নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকারের ডিএনএ নমুনা নিয়েছে।