নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): স্বস্তি পেলেন না দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির তিহার জেলে বিশেষ খাবারের জন্য যে আবেদন তিনি করেছিলেন তা শনিবার খারিজ করে দিয়েছে দিল্লির একটি আদালত। অর্থাৎ তিহার জেলে বিশেষ খাবার আর পাবেন না তিনি।
এই মুহূর্তে জেল হেফাজতেই রয়েছেন দিল্লির মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র জৈন। একের পর পর এক ভিডিও প্রকাশ্যে আসায় এমনিতেই অস্বস্তির মধ্যে রয়েছেন তিনি। এবার বিশেষ খাবারের জন্য তাঁর আর্জিও খারিজ করে দিয়েছে আদালত।