বেলাগাভি (কর্নাটক), ২৬ নভেম্বর (হি.স.) : শনিবার কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্তে কিতাওয়াদা জলপ্রপাতে পিছলে পড়ে চার তরুণীর মৃত্যু হয়েছে। মৃতরা বেলগাভি জেলার বাসিন্দা।নিহতরা হলেন উজ্জ্বল নগরের আছিয়া মুজাওয়ার (১৭), আনাগোলার কুদশিয়া হাসাম প্যাটেল (২০), রুক্কাশার ভিস্তি (২০) এবং জাটপাট কলোনীর তাসমিয়া (২০)। বেলগাভির চল্লিশজন তরুণী কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্তে কিতাওয়াদা জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন।
ভ্রমণের সময় সেলফি তুলতে গিয়ে পিছলে পড়েন পাঁচ তরুণী। পাঁচ তরুণীর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।