ত্রিপুরা: ২০৯/৯ (৫০ ওভার)
পাঞ্জাব: ১৮৮/১০ (৪৮.১ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। ত্রিপুরার হাতে পাঞ্জাব বধ। কথাটার মধ্যেই কেমন একটা উল্লাসের ইঙ্গিত রয়েছে। বিষয়টা অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট নিয়ে। খেলা ত্রিবান্দ্রমে। গ্রুপ লীগের ত্রিপুরা তৃতীয় ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাবকে ২১ রানে হারিয়ে একদিকে যেমন প্রথম জয়ের স্বাদ পেয়েছে, অপরদিকে টানা তিন ম্যাচে পরাজয়ের হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। প্রথম ম্যাচে মহারাষ্ট্রের কাছে ১২৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে ৭ উইকেটে হেরে ত্রিপুরা অনেকটা পিছিয়ে পড়েছিল। আজ, শুক্রবার তৃতীয় ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে শিবিরে কিছুটা স্বস্তির বাতাবরণ ফিরিয়ে এনেছে। ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার অধিনায়ক শ্রীদাম পাল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ত্রিপুরা ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম দেবনাথের ৫৫ রান, শ্রীদাম পালের ৫২ রান উল্লেখযোগ্য। সেন্টু সরকারের ২২ রান ও ইন্দ্রজিৎ দেবনাথের ১৯ রানও রাজ্য দলের দ্বিশতরান স্কোরে সহযোগ দিয়েছে। পাঞ্জাবের বোলার গুরনূর ব্রার ও আশিস দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের মিডল অর্ডারের ব্যাটার্সরা ভালো খেললেও প্রারম্ভিক ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। ত্রিপুরার অর্জুন, ইন্দ্রজিৎ, বিক্রম ও অপূর্বর সম্মিলিত বোলিংয়ে পাঞ্জাব ৪৮ওভার ১ ওভার খেলে ১৮৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রেরিত দত্তের ৬০ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার বিক্রম দেবনাথ ২৭ রানে তিনটি উইকেট পায়। এছাড়া অর্জুন দেবনাথ, ইন্দ্রজিৎ দেবনাথ ও অপূর্ব বিশ্বাস দুটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরা দলের পরবর্তী ম্যাচ ২৭ নভেম্বর, মিজোরামের বিরুদ্ধে।