নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): নিরাপদ ও সকলের জন্য ন্যায্য, এমন একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য প্রচেষ্টা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শুক্রবার দিল্লিতে আয়োজিত “ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সংলাপ-২০২২”-এ একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রকৃতপক্ষে ভারতে, আমাদের দার্শনিকরা সর্বদা একটি মানবজাতিকে রাজনৈতিক সীমানা অতিক্রম করে বলে মনে করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “এটা আমার দৃঢ় বিশ্বাস যে, নিরাপত্তা যদি একটি যৌথ উদ্যোগে পরিণত হয়, তাহলে আমরা একটি বিশ্বব্যবস্থা তৈরির কথা ভাবতে পারি যা আমাদের সবার জন্য উপকারী হবে। বিশ্ব সম্প্রদায় একাধিক প্ল্যাটফর্ম এবং সংস্থার মাধ্যমে এই লক্ষ্যে কাজ করছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ তার মধ্যে অগ্রগণ্য।” রাজনাথ সিং বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল শুধুমাত্র আঞ্চলিক নয়, বৃহত্তর বিশ্ব সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের ক্রিস-ক্রসিং বহু শতাব্দী প্রাচীন সমুদ্রপথ বাণিজ্য বাড়াতে সাহায্য করেছে।