মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হানায় নষ্ট ধানখেত, মাথায় হাত চাষিদের

চালসা, ২৫ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ি জেলার চালসায় সন্ধ্যার পরেই এলাকায় চলে আসছে হাতি। নষ্ট করছে ধানখেত। হাতির হানায় নষ্ট ধান কেটে নিচ্ছেন চাষিরা।

প্রতিদিন সন্ধ্যার পর সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে খাদ্যের লোভে হাতি বের হয়ে আসছে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। বিঘার পর বিঘা ধানখেত নষ্ট করে দিচ্ছে হাতির দল। বৃহস্পতিবার রাতেও পানঝোরা জঙ্গল থেকে শাবক সহ তিনটি হাতি বের হয়ে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। হাতিগুলো প্রকাশ রায় ও মনোরঞ্জন রায়ের জমিতে দাঁড়িয়ে পাঁকা ধান সাবাড় করতে থাকে। বাসিন্দারাই চিৎকার চেঁচামেচি করে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেন। এলাকায় বনকর্মীদেরও দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। রাতে এলাকায় বনকর্মীদের লাগাতার টহলদারির দাবি করেছেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই ওই এলাকার কৃষকেরা নষ্ট ধান কাটতে থাকেন। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।