নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ বক্সনগর বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গ্রাহক নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি পালন করা হয়৷ আধুনিক যুগে যা ছাড়া মানুষ চলা অসম্ভব৷ মানব জীবনে এই গুরুত্বপূর্ণ বস্তুটি হলো বিদ্যুৎ৷আজকের দিনে গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ ছাড়া জীবন অতিবাহিত করা অসম্ভব বললেই চলে৷ তাই বিদ্যুৎ পরিষেবাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ নিগমের নির্দেশে শুক্রবার বেলা ১২টায় বক্সনগর বিদ্যুৎ অফিসের সামনে বক্সনগর বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গ্রাহক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ সুরক্ষা বিভাগের অধিকর্তা সুশীল চৌধুরী, ডিজিএম রাজীব ভট্টাচার্য, বক্সনগর পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস সহ আরো অনেকে৷ এই সচেতনতা শিবিরে সভাপতিত্ব করেন বক্সনগর বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জাফর ইকবাল মহোদয়৷ এই সচেতনতা শিবিরে গ্রাহক ও বিদ্যুৎ কর্মীদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়৷ প্রথমে স্বাগত ভাষণ রাখেন বক্সনগর বিদ্যুৎ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক জাফর ইকবাল৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিদ্যুৎ মানুষের একটি অপরিহার্য জিনিস৷ বিদ্যুৎ ছাড়া মানুষ বর্তমান যুগের চলা অসম্ভব৷ তাই বিদ্যুৎ পরিষেবা এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা খুবই গুরুত্বপূর্ণ৷ তাছাড়া বিদ্যুৎ নিগমের সুরক্ষা বিষয়ক আধিকারিক সুশীল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাহকদেরকে লিফলেট প্রদানের মাধ্যমে ১১ টি বিধি নিষেধ পালন করার জন্য আহ্বান করেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বৈদ্যুতিক খুঁটি থেকে ছিন্ন অবস্থায় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসিবেন না,গৃহ পালিত পশুকে বৈদ্যুতিক ছিন্ন তারের কাছাকাছি আসতে দিবেন না, অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করবেন না, বিদ্যুতের লাইনের নিচে দোকান, দৈনন্দিন বাজার, অস্থায়ী ও স্থায়ী গৃহ নির্মাণ করবেন না, বিদ্যুতের মাধ্যমে খোলা পাত্রে জল গরম করবেন না৷ তাছাড়া গ্রাহকদের করণীয় কিছু কর্তব্য সম্পর্কে আলোচনা করেন৷ গ্রাহকদের করণীয় কর্তব্যর মধ্যে উল্লেখযোগ্য ছিল, যদি বৈদ্যুতিক লাইন সম্পর্কে কোন আকস্মিক ঘটনা আপনাদের চোখে পড়ে তাহলে ১৯১২ টোল ফ্রি নাম্বারে ফোন করে জানাবেন এবং একটি হোয়াটস্যাপ নাম্বার দেওয়া হয়৷যেন কোন আকস্মিক ঘটনার তথ্য আদান-প্রদান করতে পারে গ্রাহকরা৷এছাড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রাহকদের সহযোগিতায় বিদ্যুতের পরিষেবা আরো বেশি ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন৷৷
2022-11-25