আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

বীরপাড়া, ২৫ নভেম্বর (হি.স.) : আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। জেলার ভুটান সীমান্তের মাকরাপাড়া থেকে দলমোরের উমেশ মঙ্গর, মাকড়াপাড়ার চা রাম সুনওয়ার ওরফে কালে এবং দিনেশ থাপাকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২টি ধারাল অস্ত্র এবং একটি দেশি রিভলবার উদ্ধার করেছে বীরপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বীরপাড়া থেকে মাকড়াপাড়া যাওয়ার রাস্তায় সশস্ত্র কিছু দুষ্কৃতী গাড়ি আটকে ছিনতাই করার চেষ্টা করছে বলে অভিযোগ আসে পুলিশের কাছে। গতকাল বীরপাড়া-মাকরাপাড়া রোডে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার তাদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হয়।