বালুরঘাট, ২৫ নভেম্বর (হি. স.) : তীর্থ শেষ করে দেশ ফেরার দিনই অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক বাংলাদেশের প্রৌঢ়ার। মৃতার নাম শ্রীমতী নয়ন বালা (৫৭)। বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার চাঁদমুয়া হরিপুর।
জানা গিয়েছে, গত ২ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে আসেন মধুসূদন দাস ও তার স্ত্রী শ্রীমতি নয়ন বালা। পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসেন। বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে সব মিলিয়ে আসে ৫৭ জন। ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের পর বৃহস্পতিবার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সকলের৷ এদিকে সকালে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় বাস আসার কিছু পরই বাসে অসুস্থ হয়ে পড়ে নয়নবালাদেবী। অন্য যাত্রীরা ওই বাংলাদেশী মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে মৃতদেহটি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র করার পক্রিয়া শুরু করেছে পরিবার। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে বালুরঘাট জেলা হাসপাতালে।

