বিক্রম গোখলে এখনও বেঁচে আছেন, মৃত্যু-গুজব ওড়ালেন প্রবীণ অভিনেতার মেয়ে

মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে মারা যাননি, তিনি বেঁচে আছেন। মৃত্যু-গুজব খণ্ডন করে জানালেন প্রবীণ অভিনেতার মেয়ে। বিক্রম গোখলের মেয়ে জানিয়েছেন, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বাবা এবং লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। এখনও মারা যাননি। তাঁর জন্য প্রার্থনা করুন।

প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু নিয়ে বুধবার গুজব ছড়িয়েছিল। পরে অভিনেতার মেয়ে জানিয়েছেন, বাবা ভেন্টিলেটর রয়েছেন। কী করা দরকার, তা চিকিৎসকরা ঠিক করবেন। অভিনেতার স্ত্রীও মৃত্যু গুজব খণ্ডন করেছেন এবং স্বামীর জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।