ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। দেশের জাতীয় খেলা হকি বলে কথা। দেরিতে হলেও ত্রিপুরার বোধোদয় হয়েছে বলা চলে। রাজ্য ক্রীড়ার মানচিত্রে আরও একটা মাইল ফলকের শিলান্যাস হতে যাচ্ছে আগামীকাল। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক টার্ফ হকি গ্রাউন্ডের শিলান্যাস হতে যাচ্ছে আগামীকাল। বিকেল তিনটায় অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ অতিথি মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিমি মজুমদার, সম্মানিত অতিথি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমূখ উপস্থিত থেকে এর শিলান্যাস করবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। ক্রীড়াপ্রেমী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
2022-11-24