ত্রিপুরা: ৩৪৬/৬ (৫০ ওভার)
মনিপুর: ১০৬ (২৮ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। শেষ ম্যাচে সান্তনার জয় ত্রিপুরার। প্রতিপক্ষ মনিপুর। ৮ দলীয় গ্রুপ লীগে ‘লাস্ট বয়’ নামে পরিচিত মনিপুরের বিরুদ্ধে আজকের জয় ত্রিপুরার জন্য প্রত্যাশিতই ছিল। তবে তালিকায় ৬ নম্বরে থেকে বিশেষ করে মনিপুর, হিমাচল প্রদেশ কে পিছনে রাখার আত্মতুষ্টি পেয়েছে ত্রিপুরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের খেলায় ত্রিপুরা ২৪০ রানের ব্যবধানে মনিপুরকে পরাজিত করেছে। খেলা শুরুতে টস জিতে মনিপুর প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার বিক্রম কুমার দাস অনবদ্য ১২৩ রান পায়, ১৩৪ খেলে ১৩ টি বাউন্ডারি হাঁকিয়ে। এছাড়া, সুদীপ চ্যাটার্জির ৫৩ রান ও দীপক ক্ষৈত্রীর ৫৮ রান উল্লেখযোগ্য। মনিপুরের বোলার বিকাশ সিং ৫৬ রানে চারটি এবং রেক্স ৪৯ রানে দুটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে মনিপুর ২৮ ওভার খেলে ১০৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার কর্নজিৎ সর্বাধিক ২৫ রান পায়। রাজ্য দলের মনি শংকর মরার সিং ২২ রানে পাঁচটি উইকেট নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, চিরঞ্জিত পাল পাঁচ রানে তিনটি উইকেট তুলে নিয়েছে। আটদলীয় গ্রুপ লিগে সাত ম্যাচে তিনটিতে জয়ী হয়ে ১২ পয়েন্ট পেয়ে ত্রিপুরা ষষ্ঠ স্থানে অবস্থান করে এবারের মতো বিজয় হাজারে অভিযান শেষ করেছে।