ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। দেবাংশুকে ফার্স্ট ডাউনে নামিয়ে, বিশালকে ৫ নম্বরে এবং অভিককে ৭ নম্বরে খেলিয়ে দেখছেন কোচ, ট্রেনাররা। বিসিসিআই আয়োজিত জাতীয় ক্রিকেট বিজয় মার্চেন্ট ট্রফি শুরু হবে ১ ডিসেম্বর থেকে। রাজ্য দল ইতিমধ্যে সুরাটে অবস্থান করে সেখানকার ক্যাপস ক্রিকেট একাডেমির সঙ্গে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। ত্রিপুরার ছেলেরা দিনভর ব্যাট করেছে। প্রথমে বেটিং এর সুযোগ পেয়ে ত্রিপুরা দল সারাদিনে ৮৮ ওভার তিন বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে প্রায় প্রত্যেকেই রান পেয়েছে। তবে তুলনামূলক বিশাল শীল সর্বাধিক ৯১ রান পেয়েছে ১৮৮ টি বল খেলে ১৪ টি বাউন্ডারি সহযোগে। অভীক পাল ৫৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৩ রান সংগ্রহ করে বেশ প্রতিভার পরিচয় দিয়েছে। দেবাংশু দত্ত পেয়েছে ৫৬ রান ১০৫ বল খেলে, ১১ টি বাউন্ডারি মেরে। এছাড়া, আয়ুষ দেবনাথের ২২ রান ও জয়জিৎ শাহের ২০ রান কিছুটা উল্লেখ করার মতো। প্রতিপক্ষ ক্যাপস একাডেমির বোলার অ্যাডভেদ খালাসী ৬১ রানে চারটি এবং যশ দেশাই ৫৬ রানে দুটি উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনে রাজ্য দলের বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরম্যান্সের প্রস্তুতি ও পরীক্ষা হয়ে যাবে।
2022-11-22

