যুবশক্তির মেধা ও শক্তিকে কাজে লাগাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): যুব সমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, যুবশক্তির মেধা ও শক্তিকে কাজে লাগাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় ৭১ হাজার ০৫৬ জন নতুন কর্মপ্রার্থীদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। এছাড়াও রোজগার মেলায় নতুন নিয়োগের জন্য কর্মযোগী প্রারম্ভ মডেলের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। নতুন নিয়োগপ্রাপ্তদের জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং দক্ষতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কর্মযোগী ভারত’ প্রযুক্তি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি অনলাইন কোর্স রয়েছে যা নতুন নিয়োগপ্রাপ্তদের কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করবে। আগামী কয়েক দশকে ভারতকে একটি উন্নত দেশে উন্নীত করার প্রচেষ্টা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সমগ্র বিশ্বের বিশেষজ্ঞরা দেশের বৃদ্ধির গতিপথ নিয়ে আশাবাদী। তিনি বলেন, বিশ্বের একটি ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। তিনি জোর দিয়ে বলেন, দক্ষ জনশক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় সরকারি-বেসরকারি সেক্টরে নতুন চাকরির সুযোগ ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম, মেক ইন ইন্ডিয়া, লোকাল ফর গ্লোবাল, স্টার্টআপস এবং ড্রোন ও স্পেস সেক্টরে যুবকদের জন্য বেশ কিছু নতুন কাজের সুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে।