করোনার প্রকোপ ফের বাড়ছে চিনে; বেজিংয়ে নতুন করে সংক্রমিত ১,৪৩৮ জন

বেজিং, ২২ নভেম্বর (হি.স.): চিনে ফের নতুন করে বাড়ছে করোনার আতঙ্ক! চিনের রাজধানী বেজিংয়ে মঙ্গলবার নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৩৮ জন। একাধিক বিধিনিষেধ সত্ত্বেও করোনার বাড়বাড়ন্তে নতুন করে চিন্তায় বেজিং প্রশাসন। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দফতর বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলগুলিতে পঠনপাঠন চলছে অনলাইনে।

গত রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬২১, সোমবার তা বেড়ে হয় ৯৬২ এবং মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১,৪৩৮ জন। ইতিমধ্যেই বেজিংয়ের রাস্তায় টেস্টিংয়ের ভিড় শুরু হয়ে গিয়েছে। সমগ্র চিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার। চিনে আবারও করোনায় দু’জনের মৃত্যু হয়েছে।