কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনায় দুই গোষ্ঠীর মধ্যে ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বসিরহাট থানার কনস্টেবল। আক্রান্ত পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন তিনি বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশ এখন লক্ষ্য। এই পুলিশ এখন যদি দলদাস হয়ে যায়, এরকমই অবস্থা হবে। আজকে কনস্টেবলের গায়ে গুলি লেগেছে, এরপরে এসপি-দের গায়ে গুলি খাওয়ার সময় আসবে। তৃণমূল কংগ্রেস বোম, বন্দুক জড়ো করছে। পঞ্চায়েতে লুঠ করার সার্টিফিকেট কে পাবে, কেন্দ্রের কোটি কোটি টাকা কে তা লুঠ করার দায়িত্ব পাবে, সেই নিয়ে লড়াই চলছে।’
তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বসিরহাট থানার কনস্টেবল। তৃণমূলের বৈঠক ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি হয় বলে অভিযোগ। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তৃণমূলের ‘বিবাদ’ মেটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী।