নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ রাজ্যের শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় স্মরন সভায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বিশালগড় প্রেসক্লাবের তরফে৷ ২০১৭ সালের এক অভিশপ্ত দুপুরে প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয় শক্তি টিএসআর হেডকোয়ার্টারে নিষ্ঠুর ও নিশংসভাবে খুন হতে হয়েছিল এই প্রতিভাবান ক্রাইম রিপোর্টারকে৷ শুধু ভারতবর্ষেই নয় আন্তর্জাতিক স্তরেও এই খবর শুধু প্রচারই নয়, ব্যাপক চাঞ্চল্য ও সৃষ্টি হয়েছিল৷ এরপর রাজ্যের সাংবাদিকরা সিবিআই তদন্তের দাবি করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিলেন৷ কিন্তু আজ পর্যন্ত এই সাংবাদিক হত্যার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে৷ এই সুদীপ দত্ত ভৌমিক কে নিয়ে রাজনৈতিক ব্যাপারীরাও নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যাপক তৎপর হয়ে উঠেছিলেন৷সোমবার সন্ধ্যা পাঁচটায় বিশালগড় প্রেসক্লাবে উনার প্রতিকৃতিতে মাল্যদান এবং উনার আত্মার সৎগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
2022-11-21