নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ নভেম্বর৷৷ লোকালয়ে বিষধর কিং কোবরা সাপ উদ্ধারে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ এই ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা এলাকায়৷ স্থনীয় এলাকার শুক্লা নাথের বসত ঘরে বিষধর কিং কোবরা সাপ প্রবেশ করলে বাড়ির লোকজনদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
তড়িঘড়ি খবর দেওয়া হয় পানিসাগর থানা ও বনদপ্তরে৷ পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কিং কোবরা সাপটিকে উদ্ধার করলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে৷ বনদপ্তরের কর্মীরা জানান, কোথা থেকে লোকালয়ে বিষধর কিং কোবরা আসলা তা আপাতত বলা যাচ্ছে না৷ পরবর্তীতে বিষধর সাপটিকে রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়৷
2022-11-21