“ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে, অপেক্ষা করুন,  ছবি আসছে“, হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : তৃণমূল শিবিরকে আক্রমণ শানিয়ে সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এ তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু… কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চির ছবি? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন। ছবি আসছে।”

রাজ্যের শাসক দলকে নারী বিরোধী, দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেন তিনি। সঙ্গে শাসক পক্ষের এজেন্ডা হিসেবে, ‘পরিবারবাদ’, ‘তোষণ’ তত্ত্বের কথা তুলে ধরেন বিরোধী দলনেতা। ডোরিনা ক্রসিং-এর সভামঞ্চ থেকে এর পাশাপাশি মহুয়া মৈত্রকে আলট্রা মডার্ন-অতিশিক্ষিত তৃণমূলের জনপ্রিয় সাংসদ হিসেবে ব্যাখ্যা করে, তাঁর সাম্প্রতিক বিতর্কিত কালী মন্তব্যের কথাও তুলে ধরেন বিরোধী দলনেতা। বললেন, “এই কথা যদি উত্তর প্রদেশে বা রাজস্থানে বলতেন, দোকানে আলকাতরা থাকত না। আজ এদের বিরুদ্ধে লড়তে হবে।”

রাজ্যের বেকারত্বের প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন শুভেন্দুবাবু। বললেন, “পাঁচশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডার কোনও সমস্যা নেই। সরকারের টাকা। কিন্তু আপনি শুনে রাখুন আমাদের বাড়ির ছেলেগুলি চাকরি চায়। পশ্চিমবঙ্গের এই দুরাবস্থার হাত থেকে বাঁচাতে চাই। তা একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টি।” শুভেন্দু অধিকারী বলেন, “দ্রৌপদী মুর্মুর মতো একজন জনজাতি-প্রান্তিক মহিলাকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব দিয়ে প্রমাণ করা হয়েছে নরেন্দ্র মোদীর চোখে মাতৃশক্তি হলেন ঈশ্বরের প্রতিরূপ। মাতৃশক্তিকে আমরা সবসময় সর্বোচ্চ জায়গায় রাখি।” মা সারদার কালীঘাটের জন্মগ্রহণ করা নিয়ে যে মন্তব্য ঘিরে অতীতে বিতর্ক তৈরি হয়েছিল, সেই কথাও এদিন উঠে আসে শুভেন্দুবাবুর গলায়। বলেন, “আমি জানতে চেয়েছিলাম রামকৃষ্ণ মঠ ও মিশনের কাছে। মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন, এর ব্যাখ্যা দিতে হবে। রামকৃষ্ণ মঠ ও মিশন লিখিত বিবৃতিতে বলল যে, ইতিহাসের কোথাও নেই। মা সারদা এসব কথা বলে যাননি।”