লালবাহাদুর-৫ (লাপকা-২, পেম্পা, জন, জোয়ালা)
জুয়েলস- ৩ (মালসোয়াম-২, দেবরাজ)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। সেমিফাইনালে এগিয়ে চলো সঙ্ঘের বিরুদ্ধে খেলবে লালবাহাদুর ব্যায়ামাগার। ২৪ নভেম্বর হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত এম এল প্লাজা রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবার উদ্বোধনী ম্যাচে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নেয় লালবাহাদুর ব্যায়ামাগার। ৫-৩ গোলে পরাজিত করে জুয়েলস অ্যাসোসিয়েশনকে। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা এদিন আক্রমাত্তখ ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিলেন কর্ণেন্দু দেববর্মার জুয়েলসের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে দমের অভাব দেখা দেয় বিশ্বজিৎ-দের। ওই সুযোগটা পুরো কাজে লাগিয়ে ক্রমাগত আক্রমণ করতে থাকে লালবাহাদুর। আর ওই সময় তিন কাঠির নীচে যদি বাপন দেবনাথ কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে হয়তোবা নির্ধারিত সময়েই সেমিফাইনালের টিকিট কেটে নিতে পারতো লালবাহাদুর। নির্ধারিত সময়ে অমিমাংশিত থাকার পর যখন অতিরিক্ত সময়ের খেলা শুরু হয় তখন দমের অভাবে খেই হারিয়ে ফেলেন জুয়েলসের ফুটবলাররা। রক্ষণভাগে বিশ্বজিৎ দেব এবং আনন দেববর্মাকে অসহায় মনে হচ্ছিল। আর ওই সুযোগেই পর পর দুটি গোল করে জয় পেয়ে যায় লালবাহাদুর। মিজোরামের ফুটবলার লালকা তামাং এদিন লালবাদুর দলকে অক্সিজেন দিয়ে যান। দুটি গোল করার পাশাপাসি করালেন আরও দুটি গোল। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে লালমুয়া জোয়ালার দেওয়া গোলটি। বক্সের বাইরে থেকে জোয়ালার বঁা পায়ে নেওয়া শটটি এদিনের ম্যাচের সেরা গোল। ম্যাচ শুরুর ১৫ মিনিটে মালসোয়াম দুঙ্গার গোলে এগিয়ে যায় জুয়েলস (১-০)। গোল হজম করার ২ মিনিটের মধ্যে পেম্পা রাই সমতা ফেরান(১-১)। ২১ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মালসোয়াম দুঙ্গা (২-১)। ৩০ মিনিটে লাইন্সম্যান বিপ্লব সিং এর ভুলে ফঁাকায় বল পেয়ে সমতা ফেরান লাপকা তামাং (২-২)। নিশ্চিত অফসাইড ছিলেন লাপকা। ৮৩ মিনিটে জগন্নাথ জমাতিয়ার থ্রু পাস থেকে জুয়েলসকে এগিয়ে দেন দেবরাজ জমাতিয়া (৩-২)। ম্যাচ শেষ হওয়ার দু মিনিট আগে থাইফ্রু মগের বাড়ানো বল থেকে সমতা ফেরান লাপকা তামাং (৩-৩)। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা । ৬ মিনিটে বিশ্বজিৎ দেবের ভুলে ফঁাকায় বল পেয়ে লালবাহাদুরকে এগিয়ে দেন জন জমাতিয়া (৪-৩)। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বঁাপায়ে লালমোয়া জোয়ালার দুরন্ত গোলে সেমি ফাইনালের টিকিট কেটে নিলো লালবাহাদুর। রেফারি তাপস দেবনাথ হলুদ কার্ড দেখান জুয়েলসের মালসোয়াম দুঙ্গাকে।