চণ্ডীগড়, ২১ নভেম্বর (হি.স.) : সোমবার রাজস্থানে থেকে আসা ১৩ কেজি হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৯১ কোটি টাকা। ধৃতরা রাজস্থানের বাসিন্দা এবং জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাবে হেরোইন নিয়ে এসেছিল।
পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ গৌরব যাদব টুইটারের মাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত দুজনই জম্মু থেকে একটি গাড়িতে এই বিশাল মাদকের চালান নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল এসে ধরে ফেলে। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্তরা হলেন রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা সুখবীর সিং কালা এবং টিব্বি হনুমানগড় গ্রামের বাসিন্দা বিন্দু ওরফে বিন্ডার। পুলিশ এই দুই পাচারকারীর কাছ থেকে ৯১ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। উভয় চোরাকারবারী এই চালান নিয়ে রাজস্থানে পৌঁছেছিল, তবে দল তাদের ধাওয়া করে ধরতে সফল হয়েছে।