চিনে ফের আতঙ্ক কোভিডের; বেজিংয়ের বাসিন্দা দু’জনের মৃত্যু

বেজিং, ২১ নভেম্বর (হি.স.): চিনে ফের নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে করোনার আতঙ্ক। সোমবার বেজিংয়ের বাসিন্দা দু’জন বয়স্ক করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্ট্রোক এবং আলঝেইমার রোগের ইতিহাস রয়েছে এমন একজন বৃদ্ধা ও ব্রঙ্কাইটিস এবং স্ট্রোকের ইতিহাস রয়েছে এমন একজন বৃদ্ধের সোমবার মৃত্যু হয়েছে। বৃদ্ধার বয়স ৯১ ও বৃদ্ধের বয়স ৮৮।

চলতি বছরের মে মাসের পর রবিবারই একজনের মৃত্যু হয়েছিল চিনে। এরপর সোমবার দু’জন প্রাণ হারালেন। আগের দিন বেজিংয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৬২১, সোমবার তা বেড়ে হয়েছে ৯৬২। শহরের প্রায় ৬০০টি এলাকা বর্তমানে “উচ্চ ঝুঁকিপূর্ণ”।