নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): আরও বৃদ্ধি পেল মধ্যবিত্তের অর্থ-যন্ত্রণা! দিল্লিতে দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, সোমবার থেকেই রাজধানী দিল্লিতে কার্যকর করেছে বর্ধিত দাম। সোমবার থেকে দিল্লি-এনসিআর-এ ফুল-ক্রিম দুধের দাম ৬৩ টাকা থেকে বাড়িয়ে ৬৪ টাকা করেছে মাদার ডেয়ারি। সোমবার থেকেই বর্ধিত দামে ক্রেতাদের কিনতে হয়েছে দুধ।
এছাড়াও দিল্লি-এনসিআর অঞ্চলে টোকেন দুধের দাম ৪৮ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছে মাদার ডেয়ারি। দুগ্ধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি আচমকা দুধের দাম বৃদ্ধি করায় মাথায় হাত মধ্যবিত্তের। এই মূল্যবৃদ্ধির ফলে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, সবকিছুতেই প্রভাব পড়ল। দুধের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করেছেন।