দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ২৭শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। দৌড় প্রতিযোগিতা ২৭ নভেম্বর। মহাত্মা গান্ধী প্লে সেন্টার  এবং  এম এম ডি প্লে ফোরামের উদ্যোগে। পুরুষ দের ৫ কি.মি এবং মহিলাদের  ৩ কি,মি. দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে‌। এই দৌড় প্রতিযোগিতা পঞ্চম  মনোমোহন  দাস স্মৃতি ভলিবল নক আউট  প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজন করা হবে । এতে প্রথম থেকে দশম যারা হবে তাদের কে পুরস্কার নগদ অর্থ দেওয়া হবে। দৌড় শুরু হবে ওইদিন সকাল ৬.‌৩০ টায়। মহাত্মা গান্ধী স্কুল ময়দান থেকে । এতে সমস্ত প্লে সেন্টার,স্কুল এবং কোচিং সেন্টারগুলোর অ্যাথলিটদের আমন্ত্রণ জানানো হচ্ছে নাম দেওয়ার জন্য। উদ্যোক্তা কমিটির সচিব ভবতোষ দাস এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।