করিমগঞ্জ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীর বায়ু পদে রেজিস্ট্রেশন করতে করিমগঞ্জ জেলার যুবক-যুবতীদের আহ্বান জানানো হয়েছে। এই পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বিষয় সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং বয়স সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এতে আবেদনের জন্য প্রার্থীদের agnipathvayu.cdac.in ওয়েবসাইট যোগে আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা ৫-টার মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত বিবরণ ওই ওয়েবসাইট অথবা করিমগঞ্জের কর্ম বিনিয়োগ কেন্দ্রে পাওয়া যাবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।