কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : ফের পশ্চিমবঙ্গে সরকার ফেলার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ধর্মতলার সভা থেকে তিনি বলেন, ‘মানুষ দেখতে পাচ্ছে, যেতেই হবে, দেখতে থাকুন। দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ। এর আগে একাধিকবার ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যে সরকার বদলের হুঙ্কার দিতে শোনা গেছে শুভেন্দু-সুকান্ত-দিলীপ ঘোষদের।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘প্রচুর মহিলা, তারা ট্রেনে -বাসে চড়ে, এখানে এসেছেন। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে, বাংলার মহিলারা জেগে উঠেছে। একের পর এক বাংলার মহিলাদের উপর অত্যাচার, এসএসসিতে যারা টেট পাশ করেও বসে আছে, মহিলারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। পুলিশ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। মহিলাদের উপর এই ধরণের অত্যাচার মহিলা সহ্য করবেন না বলেই, আজকে সব মহিলারা এসেছেন। পুলিশ যদি বাধা দেয় তাহলে কী করবেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ যদি বাধা দেয়, আমাদেরও সেরকমভাবে চলবে।’ পাশাপাশি, এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, অখিল গিরির বিরুদ্ধে প্রতিবাদে গলা মেলান।

