করিমগঞ্জ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যসূচির অঙ্গ হিসেবে আজ সোমবার করিমগঞ্জে অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১-টায় রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয় তাৎক্ষণিক বক্তৃতা ও ক্যুইজ।
সোমবার সকাল ১১টায় করিমগঞ্জ ডিএসএ ইনডোর স্টেডিয়াম এবং আরও কয়েকটি বিদ্যালয়ে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, শিক্ষক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস, সহকারী আয়ুক্ত বহ্নিখা চেতিয়া সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি সোমবার বেলা ১-টায় শহরের সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বীর লাচিত বরফুকনের বীরত্ব, দেশপ্রেম, আত্মত্যাগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষাবিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক রাজদ্বীপ চন্দ, সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশিস কুমার দাস।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এদিকে ২৩ এবং ২৪ নভেম্বর দুদিন করিমগঞ্জের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে লাচিত দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিশু ও মহিলা সম্পর্কিত বিষয়ে কর্মশালা, ঐতিহ্যবাহী সামগ্রীর প্রদর্শনী, বিভিন্ন সম্প্রদায় ও উপজাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
২৫ নভেম্বর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমাপনী অনুষ্ঠান এবং দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে।