পাথারকান্দির ব্যস্ততম কালীবাড়ি রোডে বিপদসঙ্কুল বিদ্যুৎ পরিবাহী তার, দুর্ঘটনার আশঙ্কা

পাথারকান্দি (অসম), ২১ নভেম্বর (হি.স.) : পাথারকা‌ন্দির ব্যস্ততম কলীবাড়ি রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার মাথার ওপ‌র ঝুল‌ছে। প্রতিনিয়ত মারাত্মক বিপদের ঝুঁকি ‌নি‌য়ে এই পথে যাতায়াত কর‌তে হ‌চ্ছে মানুষের। ‌বিষয়‌টি বার-ক‌য়েক অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এপিডিসিএল)-র স্থানীয় এস‌ডিইর নজ‌রে আনা হ‌লেও নিটফল শূন্য। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় জনগণ।

অভিযোগ, দীর্ঘদিন থেকে পাথারকান্দির ব্যস্ততম তেমাথা থেকে থানা-পয়েন্ট পর্যন্ত কালীবাড়ি রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারগুলো ধীরে ধীরে ঝু‌লে প‌ড়ে পথচলতি জনগণের মাথার ওপ‌র চ‌লে এসে‌ছে। হাত বাড়া‌লেই স্পর্শ করা যা‌বে তারগু‌লো। এর পা‌শে র‌য়ে‌ছে স্থানীয়দের বসতবা‌ড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফ‌লে প্রায় প্রতিদিনই এ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী ওঠানো নামানো কর‌তে গি‌য়ে হিম‌শিম খে‌তে হ‌চ্ছে। তাছাড়া এই রাস্তায় প্রতি‌দিন অসংখ্য মানুষ এবং বি‌ভিন্ন ধরনের যানবাহন‌ যাতায়াত করে। এতে ব্যা পক আতঙ্ক তাড়া কর‌ছে স্থানীয়‌দের ম‌ধ্যে।

অনেকে বলেছেন, গত বছর শুকনোর মরশুমে এই পূর্ত সড়কটি চলাচলের উপযোগী করতে কিছু মাটি ভরাট করে ইন্টারলকিং প্যাবার ব্লক দিয়ে এই রাস্তার কাজ করা হয়েছিল। এতে সড়কটির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুেৎ পরিবাহী খাঁটি‌টিগু‌লো‌কে উপ‌রে তোলা হয়‌নি। ফ‌লে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাি নিরস‌নে স্থানীয় ভুক্ত‌ভোগীরা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।