চোপড়ায় ঘর থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ, তদন্ত শুরু পুলিশের

চোপড়া, ২১ নভেম্বর (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়ায় দম্পতির অস্বাভাবিক মৃত্যু। সোমবার ঘটনাটি ঘটে চোপড়া থানার দাসপাড়া এলাকার টেপাগাঁও গ্রামে। মৃতরা হলেন, নান্টু রায় (২৬) ও তাঁর স্ত্রীর সোমা রায় (২৩)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দম্পতির কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়। এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নান্টু রায়ের ঝুলন্ত দেহ দেখতে পান। অন্যদিকে, তাঁর স্ত্রীর সোমা রায়কেও নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা জানা নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।