সল্টলেকের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ব্যক্তির দেহ

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : সল্টলেকের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের দেহ। সোমবার খবর পেয়ে পুলিশ এসে সৌরভ আবাসন নামে ওই বহুতলের ফ্ল্যাটের দরজা ভেঙে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম শুভেন্দু ভট্টাচার্য। বয়স ৪৩ বছর।

সল্টলেকের অত্যন্ত অভিজাত এই আবাসনে মূলত সরকারি ও বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত যাঁরা, তাঁরাই থাকেন। মায়ের সঙ্গে এই ফ্ল্যাটেই থাকতেন শুভেন্দু ভট্টাচার্য। বছর দুয়েক আগে প্রয়াত হন মা। তারপর থেকে শুভেন্দু একাই এই ফ্ল্যাটে থাকতেন। মাঝে মাঝে এক আত্মীয়ের বাড়িও চলে যেতেন। কিন্তু পাড়া প্রতিবেশী বা স্থানীয়দের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। এমনকি কোনও কথা জিজ্ঞাসা করলেও মিলত না উত্তর। পাশাপাশি, তাঁর গ্যারেজ ভাড়া নিয়েছিলেন একজন। তাঁর কথায়, তিনি টাকা দিতে গেলেও শুভেন্দু কোনও কথার উত্তর দিতেন না। ডাকলে সাড়া পাওয়া যেত না।

ফ্ল্যাটের প্রতিবেশীরা জানাচ্ছেন, শুভেন্দুর লিভারে সমস্যা ছিল। দীর্ঘদিন ধরেই সেই সমস্যা ছিল। যে কারণে বছরখানেক আগে তাঁকে সল্টলেকেরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন তিনি চিকিৎসা করান। তারপর তিনি ফিরে আসেন। গত ২০-২৫ দিন আগে তাঁর কোনও এক আত্মীয়ের বাড়ি থেকে ফ্ল্যাটে ফেরেন তিনি। কিন্তু গত ২০-২৫ দিন ধরে তিনি আর ফ্ল্যাট থেকে বের হননি। বাজার করতে বেরতেন না। কোনও কাজেও বেরতেন না। ডেলিভারি বয়েরা এসে উপরেই খাবার পৌঁছে দিত। ফ্ল্যাটের কোলাপসিবল গেটের ভিতর থেকেই সেই খাবার সংগ্রহ করে নিতেন শুভেন্দু। এরপরই সোমবার সকালে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা দুগর্ন্ধ পেয়ে পুলিশ খবর দেন পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে। পুলিসশের প্রাথমিক অনুমান, ৩-৪ দিন আগেই মৃত্যু হয় শুভেন্দুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *