কুমারঘাটে আসাম রাইফেস জওয়ানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ কুমারঘাট এর পাগলাছড়া এলাকায় সোমবার সকালে এক  আসাম রাইফেলস  জোয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ আসাম আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট থানাধীন পাগলা ছড়া এলাকায় সোমবার সকালে রাস্তার পশে পরে থাকা  সুকটারের  উপরে মৃতদেহ দেখে হতভাগ প্রত্যক্ষ দর্শীরা৷ জানা গিয়েছে ,ওই যুবকের বাড়ি ফটিকরায় রাজনগর এলাকার৷ নাম বিশ্বজিৎ ভট্টাচার্যী৷ সে আসাম রাইফেলসে কর্মরত৷ বহিরাজ্যের পোস্টিং৷  বর্তমানে সে ছুটি কাটাতে বাড়িতে আসে৷ বয়স আনুমানিক ৩২ বছর৷  বেশ কিছুদিন পূর্বে সাত পাঁকে বাধা পরে ওই জওয়ান৷সোমবার এই ঘটনার খবরে কুমারঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ফটিকরায় হাসপাতালের মর্গে পাঠায়৷  জওয়ান বিশ্বজিতের এই মৃত্যুকে ঘিরে শোকের ছায়া বিরাজ করছে গোটা মহকুমাতে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পথ দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷