এমবিবি স্টেডিয়ামেও রানের বন্যা দেবাদৃতা, পূজার জোড়া শতরান

অরুন্ধতীনগর: ৫০৬/৩(৫০)

আগরতলা: ২৫/১০(২২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। মহিলা ক্রিকেটাররা আজও রানের বন্যা বইয়ে দিয়েছে। যদিও আজ পাঁচ শতাধিক রানের ইনিংসের খোঁজ মিলেছে এমবিবি স্টেডিয়ামে। প্রতিপক্ষ আগরতলা কোচিং সেন্টার অনেকটাই দুর্বলতার দল। পাহাড় প্রমাণ স্কোরের সামনে আগরতলা কোচিং সেন্টার মাত্র ২৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। অরুন্ধতীনগর প্লে সেন্টার ৪৮১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় এডি নগরের এটি প্রথম ম্যাচে প্রথম জয়। এক কথায় আগামী ২৫ ডিসেম্বর চাম্পামুরার বিরুদ্ধে খেলাটি হবে গ্রুপের ফাইনাল ম্যাচ। যে দল জয়ী হবে, তারাই টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এমবিবি স্টেডিয়ামে আজকের খেলায় টস জিতে অরুন্ধতীনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবাদ্রিতা দেবের ১৫৫ রান, পূজা পালের অপরাজিত ১৮০ রান এবং অনামিকা দাসের ৭২ রান উল্লেখযোগ্য। দেবাদৃতা ১৬০ বল খেলে ২৯ টি বাউন্ডারি হাঁকিয়ে ১৮৫ রান পায়। পূজা পাল ৭৮ টি বল খেলে ৩৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৮০ রানে অপরাজিত থাকে। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা কোচিং সেন্টার ২২ ওভার খেলে ২৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অরুন্ধতীনগর সুইটি সিনহা ১ রানে তিনটি, মাম্পি দেবনাথ ও নিবেদিতা দাস দুজনে দুই করে রান দিয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *