লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে করিমগঞ্জে বিভিন্ন সমাজসেবামূলক কার্যসূচি অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ২০ নভেম্বর (হি.স.) : লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যসূচির অধীনে ২০ নভেম্বর, রবিবারকে সমাজসেবা দিবস হিসেবে পালন করা হয়েছে। এদিন সকাল সাড়ে আটটায় করিমগঞ্জের ডিএসএ ময়দান থেকে সাফাই অভিযানের সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব।

করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও করিমগঞ্জ পুরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই সাফাই অভিযানে বিভিন্ন সরকারি বিভাগীয় আধিকারিক, কর্মচারী, নাগরিক, ছাত্রছাত্রী, করিমগঞ্জ পুরসভার ওয়ার্ড কমিশনারগণ এবং সাফাইকর্মীরা অংশগ্রহণ করেন। করিমগঞ্জ ডিএসএ ময়দান থেকে শুরু করে করিমগঞ্জের শম্ভু সাগর পার্ক এলাকা পর্যন্ত সাফাই অভিযান চলে। সেখানে সমাজসেবা দিবস পালন উপলক্ষ্যে ছাত্রছাত্রী ও নাগরিকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে এই দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ পুরসভার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে আজ। এতে শহরের ছন্তরবাজার পয়েন্টের বিবেকানন্দ মূর্তির সম্মুখস্থলে গাছের চারা রোপণ করেন জেলাশাসক, বন বিভাগের এসিএফ সুখদেব সাহা সহ অন্যান্যরা। এই কার্যক্রমে প্রেসক্লাবের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি এদিন করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের মরশুমে দুস্থদের সাহায্যার্থে বস্ত্র দান করার আবেদন জানিয়ে শহরের প্রতিটি ওয়ার্ড জুড়ে মোবাইল মাইক যোগে প্রচার চালানো হয়। এতে বস্ত্র দান করেন জেলাশাসক এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে শহরের নাগরিকদের পক্ষে ব্যবহারের যোগ্য নতুন ও পুরনো বস্ত্র দান করা হয়েছে।
এছাড়া, করিমগঞ্জ পুলিশের উদ্যোগে এরালিগুলের পুলিশ রিজার্ভে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে পুলিশ জওয়ানদের পক্ষ থেকে ১১ ইউনিট রক্তদান করা হয়েছে।

এদিকে লাচিত দিবস উদযাপন উপলক্ষ্যে করিমগঞ্জের জেলা পরিবহণ বিভাগের উদ্যোগে যানবাহন সংস্থাগুলির সহযোগিতায় এক বর্ণাঢ্য যানবাহনের শোভাযাত্রা বের করা হয়। আবর্ত ভবনের সম্মুখ থেকে পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক ও ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্ট হয়ে আবর্ত ভবনের সম্মুখে এসে সমাপ্ত হয়।
লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যসূচির অঙ্গ হিসেবে সোমবার করিমগঞ্জের ডিএসএ ইনডোর স্টেডিয়ামে সকাল ১১-টায় অঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১-টায় সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জনগণের মধ্যে তাঁর বীরত্ব সম্পর্কে বার্তা ছড়িয়ে দিতে সঙ্গীত সহযোগে তাঁর জীবনগাঁথা বর্ণিত তিনটি সুসজ্জিত ট্যাবলো সহযোগে সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে। রবিবার সমাজসেবা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সাফাই অভিযান, বৃক্ষরোপণ ইত্যাদি কার্যসূচিতে করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো ও বিপুল দাস, সহকারী আয়ুক্ত ও করিমগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিক্রম চাষা, সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত ডিআইপিআরও বহ্নিখা চেতিয়া, করিমগঞ্জ পুরসভার উপসভাপতি সুখেন্দু দাস, ওয়ার্ড কমিশনার দেবতোষ পাল, ডিসি অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার দেবজ্যোতি শর্মা, প্রেসক্লাবের সম্পাদক অরূপ রায় সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।