আজ গুজরাটে বিজেপির হয়ে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ

আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.) : আজ গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী সমাবেশ করবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)নেতারা। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাও। মোদী সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভাল, ধোরারজি, আমরেলি এবং বোটাদে জনসভায় ভাষণ দেবেন। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন গুজরাটের সৌরাষ্ট্রে জনসভা করবেন মোদী। এর আগে, শনিবার ভালসাদে একটি জনসভা ও রোড শো করেন নরেন্দ্র মোদী।

রবিবার সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সোমনাথ মন্দির পরিদর্শনের পর তিনি সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যের তাপি ও নর্মদা জেলায় দুটি জনসভা করবেন। রবিবার তাপির নিঝর গ্রামে এবং নর্মদার ডেদিয়াপাদা শহরে জনসভা করবেন অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদী সৌরাষ্ট্র থেকে সুরাট পর্যন্ত রাজ্য জুড়ে অন্তত আটটি কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।