ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচে ট্যাক্স অর্গানাইজেশন জয়লাভ করেছে। হারিয়েছে ডাইরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফিনান্স টিমকে। ছুটির দিনে অবসর বিনোদনের লক্ষ্যে অর্থ দপ্তরের অধীন, দুটি দল নিজেদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। নরসিংগড়ের নারায়ণপুরস্থিত আম্বেদকর স্কুল মাঠে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে ট্যাক্স অর্গানাইজেশন নয় উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। টস দিতে ট্যাক্স অর্গানাইজেশন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে ডাইরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফিনান্স টিম সীমিত ১৬ ওভারে নয় উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুবল সাহা সর্বাধিক ১৫ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে ট্যাক্স অর্গানাইজেশন ছয় ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের অধিনায়ক শান্তনু ভৌমিক ব্যক্তিগত অপরাজিত ৪৪ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিও জিতে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা, সবুজ খান, অভিজিৎ সাহা। ধারাভাষ্যকারের ভূমিকায় সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রীতি ম্যাচকে প্রাণবন্ত করে তুলেন। ম্যাচ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের কমিশনার শ্রীমতি রাখি বিশ্বাস, যুগ্ম অধিকর্তা শ্রীমতি এমিলি রিয়াং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বাদল বৈদ্য প্রমুখ। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুদলকে সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হয়।
2022-11-20

