করিমগঞ্জ (অসম) ২০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যো গে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২১-তম বইমেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। আজ রবিবার সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী এই খবর দিয়ে বলেন, ৩০ নভেম্বর বিকেল চারটায় বইমেলার উদ্ভোধন করবেন জেলাশাসক মৃদুল যাদব। আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের সাহিত্য অকাডেমি পুরস্কারপ্রাপ্ত শাকুর মজিদ এবং কাছাড় ক্যা নসার হাসপাতালের প্রধান ডা. রবি কান্নান উপস্থিত থাকবেন।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং পুরপতি রবীন্দ্র দেব সহ অন্যদরা উপস্থিত থাকবেন। এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ গুয়াহাটি ও বরাক উপত্যমকার খ্যা তনামা প্রকাশক সংস্তাগুলি যোগদান করবে। মোট ১৪ থেকে ১৫টি স্টল বসবে মেলা চত্বরে। মেলায় প্রবেশের জন্য ন্যূনতম প্রবেশমূল্যে রাখা হলেও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে, জানান গৌতম চক্রবর্তী।
অন্যষদিকে বইমেলা কমিটির তরফে এদিন কবি-লেখক নারায়ণ মোদক বলেন, নির্ধারিত মঞ্চে প্রতিদিন বিকালে আলোচনাসভা, কবিতা পাঠ সহ সাহিত্যর আসর অনুষ্ঠিত হবে। বইমেলা চত্বরে নির্ধারিত মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানান বিষ্ণুপদ নাগ। এছাড়া থাকবে স্থানীয় খ্যা তনামা শিল্পীদের এককনৃত্যা ও গীতের অনুষ্ঠান।
রবিবারের সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির তরফে গীতা সাহা, গৌতম চৌধুরী, সুদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

