হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাবাসসুম টিভি শো ফুল খিলে হ্যায় গুলশান অনুষ্ঠানের জন্য পরিচিত ছিলেন। দূরদর্শনের সেলিব্রিটি টক শো টি ১৯৭২ থেকে ১৯৯৩ পর্যন্ত চলেছিল৷ রিপোর্ট অনুসারে, আগামী ২১ নভেম্বর সান্তাক্রুজের লিঙ্কিং রোডে আর্য সমাজে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে৷ ভারতের অন্যতম জনপ্রিয় রেডিও ভয়েস, সাক্ষাত্কারকারী এবং টক শো হোস্ট, তাবাসসুম গোভিল শনিবার মুম্বইতে মারা গেছেন। রিপোর্ট অনুসারে, ১৮ নভেম্বর সন্ধ্যায় তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি ১৯৪৪ সালে বোম্বেতে কিরণ বালা সচদেব হিসাবে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি বেবি তাবাসসুম চরিত্রে আত্মপ্রকাশ করেন। জনপ্রিয় টিভি তারকা অরুণ গোভিলের দাদা বিজয় গোভিলের সঙ্গে তাবাসসুম বিয়ে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *