আগরতলা, ১৯ নভেম্বর (হি. স.) : ভারত জড়ো যাত্রার সাথে ত্রিপুরাকে বাঁচানোর ধুনর্ভঙ্গ পণ নিয়েছে প্রদেশ কংগ্রেস। তাই, সারা ত্রিপুরায় কংগ্রেসের ১২০০ কিমি পদযাত্রায় সামিল হওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছে দল। আজ ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রার সূচনার পূর্বে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস প্রভারী ডা: অজয় কুমার জানিয়েছেন, ১৬ টি টিমে বিভক্ত হয়ে দলীয় কার্যকর্তারা প্রত্যেকটি বিধানসভা এলাকায় মানুষের দরবারে যাবেন। তাঁদের সমস্যা শুনবেন এবং পাশে দাঁড়াবেন।
এদিন ডা: অজয় বলেন, দেশ এবং ত্রিপুরার পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে, কংগ্রেস ব্যতীত অন্য কোন দলের সেই অবস্থার সাথে মোকাবিলা করতে পারবেনা। তিনি জোর গলায় দাবি করেন, বিজেপি-কে টক্কর দেওয়ার জন্য কংগ্রেস ছাড়া অন্য কোন সামর্থ রাখে না। তাঁর কথায়, বিজেপির জন্য চিন্তিত সকলেই কংগ্রেসের সাথে আসা উচিত। চাকুরী, মূল্যবৃদ্ধি, আইন-শৃংখলা, অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত সকলেই কংগ্রেসের ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রায় যুক্ত হোন। ত্রিপুরাকে বাঁচানোর সাথে বদলাবে কংগ্রেস, দৃঢ়তার সাথে বলেন তিনি।
প্রসঙ্গত, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে ত্রিপুরায় ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রার সূচনা করেছে প্রদেশ কংগ্রেস। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবন কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার প্রভারী ডা: অজয় কুমার। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়া, যুব কংগ্রেসের পতাকা প্রদেশ সভাপতি রাকু দাস, এনএসইউআই-র পতাকা প্রদেশ সভাপতি সম্রাট রায় উত্তোলন করেন।
এদিকে প্রদেশ কংগ্রেস ডা: অজয় কুমার, কংগ্রেস নেত্রী জারিতা সহ বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যরা এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা গান্ধীঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পদযাত্রায় সামিল হন।

