নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): জেলের ভিতরে বহাল তবিয়তে রয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। তিনি জেলে রয়েছেন, না-কি বাড়িতে তা বোঝাই মুশকিল! বিছানায় শুয়ে কিছুটা একটা পড়ছেন, আর বিশ্রামের সেই সময় কেউ একজন তাঁর পা ও মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। এমনই একটি ভিডিও শনিবার প্রকাশ্যে এসেছে, আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কে দিল্লির এই মন্ত্রী।
ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, দিল্লির তিহার জেলে একেবারে ভিআইপি সুবিধা পাচ্ছেন দিল্লির মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র জৈন। শুধুমাত্র পায়ের ম্যাসাজ নয়, মাথা ম্যাসাজ করে দেওয়া হচ্ছে দিল্লির মন্ত্রীকে। প্রসঙ্গত, সম্প্রতি আদালতে ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছিল, তিহার জেলে ভিআইপি সুবিধা পাচ্ছেন সত্যেন্দ্র জৈন। তারপরই এই ভিডিও প্রকাশ্যে এসেছে।