পুরুলিয়া, ১৯ নভেম্বর (হি. স.) : কুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই পেলেন না খোদ রাষ্ট্রপতি! রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির কুমন্তব্যে প্রতিবাদ ও পথ অবরোধ হয়।
গত ১২ নভেম্বর নন্দীগ্রামে নেতা-মন্ত্রীদের সামনেই দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম কারাগার প্রতিমন্ত্রী। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। চাপে পড়ে সুর বদলেছেন মন্ত্রী। তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্ররোচনার শিকার, অখিলেবাবুর মন্তব্যের সমালোচনা করেও দাবি তৃণমূলের। শনিবার পুরুলিয়ার নিতুড়িয়ায় রাজ্য সড়ক অবরোধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। সাঁতুড়িতে বিক্ষোভও দেখান জেএমএম-এর কর্মী-সমর্থকরা।

