পারিবারিক অশান্তির জেরে ফাঁসিতে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷  পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মধুপুর বাজারের ব্যবসায়ী গ্রিল ফ্যাক্টরির মালিক শংকর সাহা৷ বাড়ি মধুপুর সাহাপাড়ায়৷ জানা যায় বিয়ের পর থেকেই পারিবারে অশান্তি লেগে রয়েছে স্ত্রীর সাথে৷ বিয়ের ৬ বছর পর এক কন্যা সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়িতে আশ্রয় নেয়৷ পরবর্তী সময়ে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে মদ্যপানের নেশায় আসক্ত হয়ে পড়ে ব্যবসায়ী৷ যদিও জানা যায় স্ত্রী ও মেয়ের সংসার প্রতিপালনের জন্য টাকা দিয়ে থাকেন৷ অন্যদিকে নিজ বাড়িতে রয়েছে আরো তিন ভাই৷ শুক্রবার রাতে মদ্যপান করে এসে বাড়ির মধ্যে পারিবারিক ঝামেলায় লিপ্ত হন শংকর সাহা৷ পরবর্তী সময়ে নিজ ঘরে শুয়ে পড়েন৷ শনিবার সকালে দোকানে না আসায় এক কর্মচারী বাড়িতে গিয়ে দরজার মধ্যে ডাকাডাকি করেন৷ দরজা না খোলায় ঘরের অন্য দরজা ভেঙ্গে  দেখতে পান ফাঁসিতে আত্মহত্যা করেছেন শংকর সাহা৷ মধুপুর থানায় পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷