চামোলি, ১৯ নভেম্বর (হি.স.): শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র বদ্রীনাথ মন্দির। শনিবার বিকেল তিনটে ৩.৩৫ মিনিট নাগাদ পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। ইতিমধ্যেই কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির বন্ধ হয়ে গিয়েছে। এবার বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা।
শ্রী কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, শনিবার বিকেল তিনটে ৩.৩৫ মিনিট নাগাদ পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। ২০ নভেম্বর, রবিবার দেবডোলি পাণ্ডুকেশ্বরের (জোশিমঠ) উদ্দেশে রওনা হবে। প্রসঙ্গত, এ বছর ৮ মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দির।

