মৌচাক: ৩ (সমীর-৩)
নবোদয়: ১ (ভাগ্য সাধন)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। নিয়ম রক্ষার ম্যাচে মৌচাক জয়ী হয়েছে। হারিয়েছে নবোদয় সংঘকে। টিএফএ আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের অন্তিম পর্যায়ের খেলা চলছে। যদিও ইতিমধ্যে লীগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে ত্রিবেণী সংঘ এবং রানার্স-আপ হিসেবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নামে সিলমোহর পরে গেছে। নিয়ম রক্ষার অবশিষ্ট ম্যাচগুলি এখন চলছে। চ্যাম্পিয়ন রানার্সের সম্ভাবনা নেই, অবনমনেরও কোন শংকা নেই। তৎ সত্ত্বেও মাঠে খেলা প্রদর্শন দুদলেরই খেলোয়াড়সূলভ মনোবৃত্তির পরিচায়ক। আজ, শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মৌচাক ক্লাব ও নবোদের সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। মৌচাক ক্লাব ৩-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। বিজয়ী দলের পক্ষে সমীর হালামের অনবদ্য হ্যাটট্রিক উল্লেখযোগ্য। খেলার প্রথমার্ধে নবোদয় সংঘ এক-শূন্যতে লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো হাল ছেড়ে দেওয়ায় সমীর হালাম একাই পরপর তিনটি গোল করে একদিকে যেমন দলকে তিন-একে জয় এনে দেয় অপরদিকে নিজের হ্যাটট্রিকও সেরে নেয়। নবোদয়ের ভাগ্য সাধন জমাতিয়া প্রথম গোলটি করে ৩৮ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধের ৪৭, ৭৫ এবং ৭৯ মিনিটে পরপর তিনটি গোল করেন মৌচাক ক্লাবের সমীর হালাম। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, তপন কুমার দেবনাথ, সুকান্ত দত্ত ও হরি শর্মা। দিনের খেলা: উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা আড়াইটায় কল্যাণ সমিতি বনাম নাইন বুলেটস।
*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*
দল ম্যা: জ: ড্র: প: গোল প:
ত্রিবেণী ৭ ৫ ২ ০ ২৫-৭ ১৭
স্পো: স্কুল ৭ ৪ ৩ ০ ১২-৬ ১৫
মৌচাক ৭ ৪ ১ ২ ১২-৯ ১৩
পুলিশ ৭ ৩ ৩ ১ ১৫-১০ ১২
নবোদয় ৭ ৩ ১ ৩ ১৫-১৪ ১০
কল্যাণ স: ৬ ১ ২ ৩ ৫-৯ ৫
নাইন বু: ৬ ১ ০ ৫ ৭-১৪ ৩
সবুজ ৭ ০ ০ ৭ ১-২৩ ০