মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য মহারাষ্ট্রে মামলা দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। সাভারকার সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন বালাসাহেবাঞ্চি শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) বন্দনা সুহাস ডোংরে। রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রার ফাঁকে বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলায় রাহুল সাংবাদিক বৈঠক করে সঙ্ঘের তাত্ত্বিক নেতা সাভারকরকে নিশানা করেছেন। সাভারকরের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে ক্ষমাভিক্ষার অভিযোগ তুলে রাহুল বলেন, সাভারকর জেল থেকে ব্রিটিশদের চিঠি লিখে বলেছিলেন, তিনি ব্রিটিশদের অনুগত হিসেবে থাকতে চান। রাহুল বলেন, “সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যর, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই। যখন উনি চিঠিতে সই করছেন, তখন এর পিছনে কী কারণ ছিল? ভয়। উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন।’’ রাহুলের এই মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।
এদিকে, সমস্ত বিতর্ককে পিছনে ফেলে শুক্রবার সকালে মহারাষ্ট্রের বালাপুর থেকে দলের নেতা ও কর্মীদের নিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস কর্মী-সমর্থকদের পাশাপাশি জনতার ঢল নামে রাস্তায়। হাঁটতে হাঁটতেই সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী।

